ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেকর্ড গড়ল ধানুশ-সাই পল্লবীর ‘রাউডি বেবি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:৪২, ১৭ নভেম্বর ২০২০

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা ধানুশ ও সাই পল্লবী। ‘মারি-টু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা।

সিনেমাটির ‘রাউডি বেবি’ গানটি মুক্তির পর বেশ সাড়া ফেলে। সম্প্রতি নতুন রেকর্ড গড়েছে গানটি। ইউটিউবে ১ বিলিয়ন বার দেখার মাইলফলক অর্জন করেছে এটি। প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমার গান হিসেবে এই রেকর্ড গড়েছে ‘রাউডি বেবি’।

আরো পড়ুন:

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিনেতা ধানুশ লিখেছেন, ‘কাকতালীয় ব্যাপার কোলাভেরী ডি গানের নয় বছর পূর্ণ হওয়ার দিনে রাউডি বেবি এক বিলিয়ন বার দেখার মাইলফলক অর্জন করল। আমরা গর্বিত যে, এটি প্রথম দক্ষিণ ভারতীয় গান যেটি ১ বিলিয়ন বার দেখা হয়েছে। আমার পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ।’

গানটির কম্পোজ করেছেন যুবান শংকর রাজা। এক টুইটে তিনি লিখেছেন, ‘ভক্তদের মাধ্যমে প্রথমে বিষয়টি নজরে আসে, এটি আমার জন্য বড় একটি চমক ছিল। রাউডি বেবি আরো একটি মাইলফলক অর্জন করল এবং এক বিলিয়ন বার দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। এজন্য সবাইকে ধন্যবাদ।’

গত বছরের ‘মোস্ট ট্রেন্ডিং মিউজিক ভিডিওস ইন ইন্ডিয়া’-এর তালিকায় সবার উপরে ছিল ‘রাউডি বেবি’। এই গানে কণ্ঠ দিয়েছেন ধানুশ এবং ধী। কোরিওগ্রাফি করেছেন প্রভুদেবা, জনি, বাবা ভাস্কর।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়