ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরুখের ফেরা নিশ্চিত করলেন দীপিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৯ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:২৭, ১৯ জানুয়ারি ২০২১
শাহরুখের ফেরা নিশ্চিত করলেন দীপিকা

বলিউড সুপারস্টার শাহরুখ খান। অনেকদিন ধরেই রুপালি পর্দা থেকে বিরতিতে তিনি।

গুঞ্জন শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ সিনেমার মাধ্যমে ফিরছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির শুটিংও নাকি শুরু করেছেন বলিউড কিং খান। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

আরো পড়ুন:

তবে এক সাক্ষাৎকারে শাহরুখের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করছেন তিনি। দীপিকা বলেন, ‘আমি সম্প্রতি সকুন বাত্রার একটি সিনেমার কাজ শুরু করেছি, এটি সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি একটি সিনেমা। ভারতীয় সিনেমায় এমন গল্প আগে দেখা যায়নি। এরপর শাহরুখের সঙ্গে অ্যাকশন ঘরানার পাঠান, তারপর প্রভাসের সঙ্গে নাগ অশ্বিনের একটি সিনেমা করব। এটি কয়েকটি ভাষায় মুক্তি পাবে।’

যদিও এখানেই শেষ নয়। এই অভিনেত্রীর ঝুলিতে আরো কয়েকটি সিনেমা রয়েছে। ‘রাম লীলা’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘এছাড়া আমি অ্যানা হ্যাথওয়ের দ্য ইন্টার্ন সিনেমার রিমেকে অভিনয় করছি, বর্তমান সময়ের সঙ্গে এটি খুবই সামঞ্জস্যপূর্ণ। এরপর আমাদের দেশের সবচেয়ে পরিচিত গল্প মহাভারত। এতে আমি দ্রৌপদী চরিত্রে অভিনয় করছি। আমি পুরো বিশ্বকে গল্পটি জানাতে চাই।’

এদিকে ‘পাঠান’ সিনেমা নিয়ে শাহরুখ খান এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে কিছুদিন আগে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ভক্তদের এই বছরই রুপালি পর্দায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শাহরুখ-দীপিকা ছাড়াও ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন জন আব্রাহাম। চলতি বছর দীপাবলি উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়