RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ফেব্রুয়ারি ২০২১ ||  ফাল্গুন ১২ ১৪২৭ ||  ১১ রজব ১৪৪২

ভূইঘরে সাইমন-মাহির ‘লাইভ’

প্রকাশিত: ১৬:১৮, ২৭ জানুয়ারি ২০২১  
ভূইঘরে সাইমন-মাহির ‘লাইভ’

‘পোড়ামন’ খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তারা। সম্প্রতি এই জুটি নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে ‘লাইভ’ সিনেমার শুটিং শুরু হবে।

ভূইঘর প্রযোজনা প্রতিষ্ঠানের নিজস্ব বাড়িতে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন সাইমন-মাহি।

এ ছাড়া শাহীন সুমনের পরিচালনায় ‘গ্যাংস্টার’ ও শামীম আহমদে রনির পরিচালনায় ‘নরসুন্দরী’ সিনেমায় চুক্তিবদ্ধ হন সাইমন-মাহি। তিনটি সিনেমা প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

সাইমন সাদিক বলেন, ‘বড় প্রোডাকশন হাউজ শাপলা মিডিয়ার ৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। সবগুলো সিনেমায় নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি। এই তিনটি সিনেমায় নেওয়ার জন্য শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান সাহেবের কাছে কৃতজ্ঞ।’

সর্বশেষ ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করেন সাইমন-মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে কয়েকটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়