ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কেজিএফ টু’ মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে মোদির কাছে চিঠি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:০২, ২ ফেব্রুয়ারি ২০২১
‘কেজিএফ টু’ মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে মোদির কাছে চিঠি

‘রকিং স্টার’ হিসেবে পরিচিত কন্নড় অভিনেতা যশ। তার পরবর্তী সিনেমা ‘কেজিএফ-চ্যাপটার টু’ বা ‘কেজিএফ টু’।

সম্প্রতি এই সিনেমার মুক্তির তারিখ গোষণা করেছেন নির্মাতারা। আগামী ১৬ জুলাই প্রেক্ষাগৃহে আসবে বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ টু’। সিনেমাটি মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে অভিনেতা যশের ভক্তদের একটি গ্রুপ।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চিঠিতে লেখা রয়েছে, ‘আমরা সবাই জানি বহুল প্রতীক্ষিত কেজিএফ-চ্যাপটার টু সিনেমা আগামী ১৬ জুলাই শুক্রবার মুক্তি পাবে। সবাই সিনেমাটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। সুতরাং, আমরা আপনাকে সরকারি ছুটির দিন ঘোষণা করার অনুরোধ করছি। আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এটা শুধু সিনেমা নয়, একটা ইমোশন।’

প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ- চ্যাপটার টু’ সিনেমাটিতে যশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। পুরো ভারতেই হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় এটি ‍মুক্তি পাবে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়