Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

ঐশ্বরিয়া কন্যার নাচের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১
ঐশ্বরিয়া কন্যার নাচের ভিডিও ভাইরাল

বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। তাদের একমাত্র মেয়ে আরাধ্য।...

তারকা সন্তান হওয়ায় মা-বাবার সঙ্গে বিভিন্ন কারণে আলোচনায় আসেন ঐশ্বরিয়া কন্যা।  সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া রাই। তাদের সঙ্গে আরাধ্যও ছিল। সেখানে মা-বাবার সঙ্গে ‘দোস্তানা’ সিনেমার ‘দেশি গার্ল’ গানের তালে নাচেন আরাধ্য। মঞ্চে অন্যরা থাকলেও সবার নজর কাড়ে অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে। এছাড়া নাচ শেষে মেয়েকে জড়িয়ে ধরেন ঐশ্বরিয়া।

এর আগে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আরাধ্যের কবিতা আবৃত্তির একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, রঙিন শাড়ি পরে মঞ্চে আবৃত্তি করছেন ঐশ্বরিয়া কন্যা। দর্শক সারিতে বসে আছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন। সেই সময় নেটিজেনদের বেশ প্রশংসা পেয়েছিল আরাধ্য।

‘উমরাও জান’ সিনেমার সেটে অভিষেক-ঐশ্বরিয়ার প্রেমের শুরু। ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন এই জুটি। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা আরাধ্য।

দেখুন ভিডিও:

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়