ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুটি বাঁধবেন রণবীর-কিয়ারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২২ মার্চ ২০২১  
জুটি বাঁধবেন রণবীর-কিয়ারা

দক্ষিণী সিনেমার পরিচালক শংকর নতুন একটি সিনেমা নির্মাণ করছেন। আর তাতে অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর সিং। বেশ কিছুদিন ধরে এ গুঞ্জন উড়ছে। এদিকে শোনা যাচ্ছে, নাম ঠিক না হওয়া এ সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। 

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর সিং ও কিয়ারা আদভানি। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। 

আরো পড়ুন:

ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে কবীর খান নির্মাণ করছেন ‘৮৩’ নামে সিনেমা। রণবীর সিং অভিনীত এ সিনেমা আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় দেখা যাবে এটি। 

কিয়ারা আদভানির কাজের তালিকাও ছোট নয়। তাকে সর্বশেষ অক্ষয় কুমারের বিপরীতে ‘লক্ষ্মী’ সিনেমায় দেখা যায়। তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে হলো—‘শেরশাহ’, ‘যুগ যুগ জিও’, ‘ভুল ভুলাইয়া ২’। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়