ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আনন্দের কণ্ঠে না পাওয়ার আকুতি (ভিডিও)

প্রকাশিত: ১৫:৫৪, ৩০ মার্চ ২০২১   আপডেট: ১৫:৫৪, ৩০ মার্চ ২০২১

জনপ্রিয় কমেডিয়ান, মডেল-অভিনেতা আনন্দ খালেদ। নাটক-চলচ্চিত্র দুই মাধ্যমেই সরব তিনি। এসবের পাশাপাশি গানও করেন। প্রায়ই ফেসবুক লাইভে এসে গান গাইতে দেখা যায়। এবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ একটি মৌলিক গান প্রকাশ করলেন আনন্দ।

‘মনোবিজ্ঞানীরা বলে যা ভাবি সারাদিন তাই নাকি স্বপ্নে আসে/ সারাটাদিন ধরে তোমার কথাই তো ভাবি তবু কেন রাতে স্বপ্নে আমার তুমি আসো না...।’ এমন কথার গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। ‘স্বপ্নে কেন আসো না?’ শিরোনামের গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আনন্দ খালেদ। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন তন্ময় শরীফ। সম্প্রতি কক্সবাজারের সৈকতের ঝাউবনে দৃশ্যধারণের কাজ হয়েছে।

গান প্রসঙ্গে আনন্দ বলেন, ‘আমার নাম আনন্দ হলেও শুরুটা করেছি বেদনা বা বিরহের গান দিয়ে। এটিকে গভীর প্রেমের গানও বলা যেতে পারে। আসলে বিরহ ছাড়া শুদ্ধতম প্রেম যেন অপূর্ণ। প্রিয়তমাকে যেকোনো উপায়ে পেতে চায় প্রেমিক। বাস্তবে না হলেও স্বপ্নে সে পেতে চায়। কিন্তু সেই স্বপ্নে কেন আসে না প্রেমিকা- গানে গানে আমার প্রশ্ন সেখানেই। তবে কি আমার প্রেমে খাদ ছিল!’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়