ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেকআপ রুমে কেঁদেছি, পর্দায় রোমান্স করেছি: নিতু কাপুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:১৪, ১ এপ্রিল ২০২১
মেকআপ রুমে কেঁদেছি, পর্দায় রোমান্স করেছি: নিতু কাপুর

প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী ও বলিউড অভিনেত্রী নিতু কাপুর। সম্প্রতি গানের রিয়েলটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ অতিথি হয়ে হাজির হয়েছিলেন। এই সময় ব্যক্তিগত কিছু স্মৃতি সবাইকে জানিয়েছেন তিনি।

ঋষি কাপুরের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন নিতু কাপুর। সিনেমার সেটেই তাদের ঘনিষ্ঠতা ও পরবর্তী সময়ে প্রেম হয়। কিন্তু তাদের সম্পর্ক সব সময় যে ভালো ছিল না কিন্তু নয়।

আরো পড়ুন:

নিতু জানান, ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘ঝুটা কাহি কা’ সিনেমার ‘জীবন কে হার মোড় পে’ গানের শুটিংয়ের সময় ঋষি কাপুরের সঙ্গে তার ব্রেকআপ হয়েছিল। কিন্তু তারপরও শুটিং চালিয়ে গেছেন। বর্ষীয়ান এই অভিনেত্রী বলেন, ‘পর্দায় এই গানে নাচতে ও রোমান্স করতে দেখা গেছে, কিন্তু বাস্তবে আমাদের ব্রেকআপ হয়েছিল। মেকআপ রুমে কেঁদেছি, পর্দায় রোমান্স করেছি।’

এখানেই শেষ নয়, তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে শেষ পর্যন্ত শুটিং সেটে ডাক্তার ডাকতে হয়েছে। নিতু বলেন, ‘আমাকে ইঞ্জেকশন দেওয়া হতো কিন্তু শুটিং শুরু হওয়া মাত্রই সেটে ফিরতাম, যেন কিছুই হয়নি।’

অপর একটি অনুষ্ঠানে একই ঘটনার বর্ণনা দিয়েছিলেন ঋষি কাপুর। তিনি জানিয়েছিলেন, চারদিন ধরে গানটির শুটিং হয়েছে। তবে তারা পরস্পরের সঙ্গে কথা বলতেন না। কিন্তু যারা পর্দায় তাদের দেখেছেন, মনে করেছেন— তারা গভীর প্রেমে ছিলেন।’

ঋষি ও নিতু ১৯৮০ সালে বিয়ে করেন। তাদের দুই রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর সাহনি। ইতোমধ্যে অভিনেতা হিসেবে বলিউডে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন রণবীর। অন্যদিকে, ঋদ্ধিমা একজন জুয়েলারি ডিজাইনার।

সিনেমার কাজের দিক থেকে নিতু কাপুরকে ‘যুগ ‍যুগ জিও’ সিনেমায় দেখা যাবে। এতে আরো অভিনয় করছেন— বরুণ ধাওয়ান, অনিল কাপুর, কিয়ারা আদভানি প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়