ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাড়ে ৪ কোটি রুপি দিয়ে গাড়ি কিনলেন কার্তিক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:৫২, ৬ এপ্রিল ২০২১
সাড়ে ৪ কোটি রুপি দিয়ে গাড়ি কিনলেন কার্তিক

বলিউডের বর্তমান সময়ের অন্যতম সফল অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। তবে সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে কোভিড-১৯ থেকে সেরে উঠে বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন কার্তিক। ভারতে ল্যাম্বরগিনি ইউরাস মডেলের এই গাড়ির মূল্য প্রায় সাড়ে ৪ কোটি রুপি।

আরো পড়ুন:

মঙ্গলবার (৬ এপ্রিল) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন কার্তিক। এতে তাকে গাড়ির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিনে ফেলেছি, কিন্তু আমি মনে হয় দামি জিনিসের উপযুক্ত নই।’

এর আগে ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমার শুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হন কার্তিক। সিনেমায় আরো অভিনয় করছেন কিয়ারা আদভানি, টাবু, রাজপাল যাদব। সম্প্রতি করোনামুক্ত হয়েই ভক্তদের খবরটি দেন কার্তিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘নেগেটিভ, ১৪ দিনের বনবাস শেষ করে কাজে ফিরলাম।’

 ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমা ছাড়াও ‘ধামাকা’ ও ‘দোস্তানা টু’ সিনেমায় দেখা যাবে কার্তিককে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়