ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছেলেকে না দিয়ে কেন সম্পত্তি দানের সিদ্ধান্ত নিয়েছেন জ্যাকি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:২০, ১৫ এপ্রিল ২০২১
ছেলেকে না দিয়ে কেন সম্পত্তি দানের সিদ্ধান্ত নিয়েছেন জ্যাকি?

অভিনেতা জ্যাকি চ্যান। অসাধারণ অ্যাকশন স্টান্টের জন্য ভক্তদের কাছে বেশ জনপ্রিয় তিনি। হলিউড সিনেমাতেও অভিনয় করেন এই অভিনেতা।

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন জ্যাকি। ফোর্বসের জরিপ মতে, ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত তার আয় ৪০ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার।

১৯৮২ সালে জোয়ান লিনকে বিয়ে করেন জ্যাকি। তাদের একমাত্র সন্তান জ্যাসি। কিন্তু এত সম্পত্তির মালিক হওয়ার পরও একমাত্র ছেলেকে তা দিতে রাজি নন জ্যাকি। বরং তার সম্পত্তি দাতব্য সংস্থাকে দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর কারণ জানিয়ে এক সাক্ষাৎকারে জ্যাকি চ্যান বলেন, ‘সে যদি সমর্থ হয় তাহলে নিজেই আয় করবে। আর যদি না হয় তাহলে শুধু আমার টাকা নষ্ট করবে।’

জ্যাসি পেশায় অভিনেতা ও সংগীতশিল্পী। ২০১৪ সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ছেলের হয়ে সকলের কাছে ক্ষমাও চেয়েছের জ্যাকি চ্যান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আশা করব সবাই জ্যাসির ভুল থেকে শিক্ষা নিবে এবং মাদক থেকে বিরত থাকবে। ছেলেকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি এবং এর দায় আমাকেই নিতে হবে। জ্যাসি ও আমি সমাজের সবার কাছে ক্ষমা চাচ্ছি।’

এছাড়া চীনের সংবাদমাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকি চান বলেন, ‘আমি আমার ছেলের জন্য কারো কাছে সুপারিশ করব না। সে নিজে থেকে নিজেকে সংশোধন করে নেবে। আদালত যদি তাকে শাস্তি দেয়, তবে আশা করি, সাজা শেষে সে একজন মাদকবিরোধী কর্মী হবে।’

২০১৫ সালে মাদক গ্রহণ ও অন্যদের এ ব্যাপারে সাহায্য করার অভিযোগে জ্যাসি চ্যানকে অভিযুক্ত করেন বেইজিংয়ের ডংচেন জেলা আদালত। তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। কারাভোগের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চান জ্যাসি। তিনি বলেন, ‘একজন তারকা হিসেবে আমার এমন কাজ করা ভুল হয়েছে। এটা সমাজের ওপর খুব খারাপ প্রভাব ফেলেছে। আমি জানি, অনেকের বিশ্বাস ভেঙেছি। এ জন্য আমি দুঃখিত।’

জ্যাকি চ্যান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভ্যানগার্ড’। গত বছর মুক্তি পেয়েছে এটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়