ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দিল্লিতে অক্সিজেনের অভাবে কষ্ট পাচ্ছেন শবনম ফারিয়ার বোন

প্রকাশিত: ১৪:৩৯, ৬ মে ২০২১   আপডেট: ১৪:৪২, ৬ মে ২০২১
দিল্লিতে অক্সিজেনের অভাবে কষ্ট পাচ্ছেন শবনম ফারিয়ার বোন

করোনা মহামারিতে সারা বিশ্ব টালমাটাল। এর মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতে প্রকট আকার ধারণ করেছে। আর সেখানে অক্সিজেনের জন্য কষ্ট করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার বড় বোন। বৃহস্পতিবার (৬ মে) ফারিয়া তার ফেসবুকে একটি স্ট‌্যাটাস এ তথ‌্য জানান।

শবনম ফারিয়া তার বোনের অবস্থার কথা জানিয়ে লিখেছেন, ‘‘পড়শু আমার বড় আপু যখন বললো, ‘তৃপ্তি আমার খুব কস্ট হচ্ছে’ আমি জানি ফোনটা রেখে আমি কতক্ষণ হাউ-মাউ করে কাঁদছি! আমার মেঝো বোন কল করে কাঁদতে কাঁদতে যখন বললো ‘তৃপ্তি আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি এতো মানুষকে খাওয়াই, আমার বোন বিদেশে শুয়ে খাওয়ার কষ্ট পাচ্ছে।’ কি বলে আমার বোনকে সান্ত্বনা দিবো! আমার বাবা ডাক্তার ছিলো, সবার সব অসুস্থতার সময়ে বাবার কাছে আসতো। আজকে দিল্লিতে আমার বোন অক্সিজেনের অভাবে কষ্ট পাচ্ছে!’’

মেয়ের অসুস্থতার খবরে শবনম ফারিয়ার মা ভীষণ কষ্ট পাচ্ছেন। তা উল্লেখ করে ফারিয়া লিখেন, ‘‘আমরা হেল্পলেস, কিছু করার নাই। আমরা পড়শু পর্যন্ত মার কাছে পুরো বিষয়টা গোপন রেখেছিলাম, কালকে মেজ বোন বললো, ‘তৃপ্তি আম্মু দোয়া করলে যদি বন্যা ভালো হয়ে যায়, চল আমরা আম্মুকে জানাই।’ গত দুইদিন আমার মার মুখের দিকে তাকানো যায় না, তার ১৮ বছর বয়সে তার বড় মেয়ের জন্ম। যখন সে নিজেই বাচ্চা। আর সেই মেয়ের এই অবস্থা কারো সহ্য হবে না।’’

‘আমরা আসলে কাছের মানুষদের উপরই বেশি অভিমান করি, কষ্ট পাই, রাগ করি, আর সম্ভবত সেজন্যই তারা কাছের মানুষ! দূরের মানুষের সঙ্গে আর কিসের রাগ! কিন্তু কিছু ঘটনা আসে, তখন বুঝতে পারি আমাদের জীবনে তারা কত স্পেশাল, তাদের আমরা কত ভালোবাসি, তারা কত কিছু করে আমাদের জন্য।’ লিখেন ফারিয়া।

সকলের কাছে দোয়া প্রার্থনা করে এই অভিনেত্রী লিখেন, ‘সবার কাছে একটা অনুরোধ, আপনার দোয়ার সময় আমার বড় আপুর কথা একটু স্বরণ করবেন। ঢাকায় বসে আসলে দোয়া করা বা দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নাই।’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়