Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

মুক্তিতে আপত্তি, সংশোধনের পর ‘কসাই’ পুনরায় সেন্সরে

প্রকাশিত: ১৪:১৩, ৩ জুন ২০২১   আপডেট: ১৯:১৬, ৩ জুন ২০২১
মুক্তিতে আপত্তি, সংশোধনের পর ‘কসাই’ পুনরায় সেন্সরে

নির্মাতা অনন্য মামুনের সর্বশেষ সিনেমা ‘কসাই’। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিলে কিছু দৃশ্য ও সংলাপে আপত্তি জানানো হয়। গত ১৬ মার্চ সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে সেগুলো সংশোধনের কথা বলেন।

এদিকে আপত্তির মুখে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে না পারলেও মামুন গত ঈদুল ফিতরে সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তি দেন। যে কারণে সিনেমাটি দর্শকদের কাছে আর নতুন নয়। তারপরও সিনেমাটি সংশোধন করে পুনরায় সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ‘কসাই’ পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও এর প্রদর্শনের তারিখ এখনও ঠিক হয়নি। তবে আগামী সপ্তাহে সিনেমাটি দেখবে সেন্সর বোর্ড।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কসাই’। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—  রাশেদ অপু, নিরব, নওশাবা, এলিনা শাম্মী, প্রিয়মনি, এল আর খান সীমান্ত, শাহীন মৃধাসহ অনেকে। 

এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নবাগত প্রিয়মনির। 
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়