ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নার্ভাস শহিদ কাপুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২২ জুন ২০২১   আপডেট: ১৪:৪৯, ২২ জুন ২০২১
নার্ভাস শহিদ কাপুর

বলিউড অভিনেতা শহিদ কাপুর। ‘জব উই মেট’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘কবির সিং’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। খুব শিগগির ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হতে চলেছে এই অভিনেতার। এটি নিয়ে নার্ভাস তিনি।

সম্প্রতি শহিদ অভিনীত ‘কবির সিং’ সিনেমার দুই বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম লাইভে হাজির হন তিনি। এই সময় ভক্তদের প্রশ্নের উত্তরে শহিদ কাপুর বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেকের ব্যাপারে আমি খুব নার্ভাস। কারণ যে অভিনেতাকে বড় পর্দায় দর্শকরা পছন্দ করেন, ছোট পর্দাতে পছন্দ না-ও করতে পারেন।’

আরো পড়ুন:

এই অভিনেতা বলেন, ‘মানুষ আপনাকে কয়েক ঘণ্টার জন্য পছন্দ করছে এটিই যথেষ্ট নয়। আমার চরিত্র আকষর্ণীয় হতে হবে। পরবর্তী ৯-১০ পর্ব তাদের ধরে রাখতে হবে। আমি এদিক থেকে মোটেও অভিজ্ঞ নই। তাই দর্শকরা আমাকে এই প্ল্যাটফর্মে কীভাবে নেবে সেটি দেখার অপেক্ষায়।’

শহিদ অভিনীত ওয়েব সিরিজটির চিত্রনাট্য লিখেছেন ‘দ্য ফ্যামিনি ম্যান’খ্যাত রাজ ও ডিকে। অ্যামাজন প্রাইমে প্রচার হবে এটি। শহিদ বলেন, ‘আমি রাজ ও ডিকে-এর কাজ পছন্দ করি। দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের দুই সিজনই আমার ভালো লেগেছে। আমি অতীতে যা করেছি ওয়েব সিরিজটি সেদিক থেকে একটু ভিন্ন। এটি ক্রাইম-ড্রামা ঘরানার এবং এক্সাইটিং হবে।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়