Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৩ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

সোনম কাপুর অন্তঃসত্ত্বা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৬ জুলাই ২০২১   আপডেট: ১২:২৬, ১৬ জুলাই ২০২১
সোনম কাপুর অন্তঃসত্ত্বা?

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন প্রেম করে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, মা হতে চলেছেন তিনি।

বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে লন্ডনে ছিলেন সোনম। সম্প্রতি ভারতে ফিরেছেন। বিমানবন্দরে ফটো সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছেন তিনি। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশ পেয়েছে। এরপর থেকেই সোনমের মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে।

ছবিতে সোনমকে অনেক ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। ছবির নিচে নেটিজেনদের একজন প্রশ্ন করেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা’। অপর একজন লিখেছেন, ‘মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।’

যদিও এ বিষয়ে এখনো এই অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। গুঞ্জন নিয়েও এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি এই অভিনেত্রী। এছাড়া সোনমের মা হওয়ার গুঞ্জন এবারই প্রথম নয়। বিয়ের পর থেকে অনেকবারই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেছে।

এদিকে বিমানবন্দরে সোনমকে নিতে গিয়েছিলেন তার বাবা অভিনেতা অনিল কাপুর। দীর্ঘদিন পর বাবাকে দেখে কেঁদে ফেলেন তিনি।

সোনমের পরবর্তী সিনেমা ‘ব্লাইন্ড’। এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়