ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

একই প্ল‌্যাটফর্মে মৌসুমী-সুমি (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৩০ জুলাই ২০২১  

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন চিত্রনায়িকা মৌসুমী ও ব্যান্ড দল চিরকুটের লিড ভোকালিস্ট শারমীন সুলতানা সুমি। ‘ডাকছে আবার দেশ’ শিরোনামে একটি উদ‌্যোগ নিয়েছে ব্র্যাক। তারই অংশ হিসেবে এই আহ্বান তাদের।

জনসচেতনতা বাড়াতে ‘আলোয় আলোয় ডাকছে আবার দেশ’ শিরোনামে একটি গানও মুক্তি পেয়েছে। শারমীন সুলতানা সুমির কথা, সুর ও কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন একই ব্যান্ডের কিবোর্ডিস্ট জাহিদ নীরব। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে ব্র্যাকের ফেসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে গানটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের হেড অব মিডিয়া অ‌্যান্ড এক্সটারনাল রিলেশন্স রাফে সাদনান আদেল। এতে যুক্ত ছিলেন জাতীয় অধ্যাপক ও চিকিৎসক এ কে আজাদ খান, ব্র্যাকের চিফ ফাইনান্সিয়াল অফিসার তুষার ভৌমিক, শারমীন সুলতানা সুমি, অভিনেত্রী মৌসুমী।

স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীনতার কথা উল্লেখ করে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, ‘প্রথমত, এই অতিমারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, সবাইকে অবশ্যই টিকা নিতে হবে। টিকা নেওয়া যেন আরো সহজ হয় এবং বেশি পরিমাণে দেওয়া যায় সে বিষয়টিও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।’

মৌসুমী বলেন, ‘আমি নিজেও একজন কর্মজীবী নারী। দিনের পর দিন কাজ করছি না। আমি নিজেও নিরাপত্তাহীনতা অনুভব করি। কারণ আমার তো বড় কোনো সঞ্চয় নেই। কিন্তু খরচ তো হচ্ছেই। তাহলে কী হবে! এভাবে কতদিন আমরা লড়বো। একইভাবে অন‌্য মানুষের ক্ষেত্রেও তাই। এইভাবে চলতে থাকলে মানুষের ভেতরে হতাশা ভর করে। এই পরিস্থিতিতে শুধু সরকারের উপর নির্ভর না করে সবারই উদ‌্যোগ নেওয়া প্রয়োজন। আর এই উদ‌্যোগটা ব‌্যাক নিয়েছে, তাহলে আমরা কেন পাশে দাঁড়াবো না!’

ব্র্যাকের উদ্যোগের থিম সং হলো—‘আলোয় আলোয় ডাকছে আবার দেশ’। এ বিষয়ে সংগীতশিল্পী সুমি বলেন, ‘বাংলাদেশ এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই গানের মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি যে, এই সময়ে আমরা যদি যার যার সক্ষমতা অনুযায়ী একে অপরের পাশে দাঁড়াতে পারি তবেই অন্ধকার দূর করা সম্ভব হবে।’

গত ১৮ জুলাই থেকে শুরু হওয়া ‘ডাকছে আবার দেশ’ উদ্যোগে ব্র্যাককর্মীদের একদিনের বেতনসহ প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল থেকে মোট সাড়ে সাত কোটি টাকা প্রদান করা হয়েছে, যা দিয়ে ৫০ হাজার পরিবারে জরুরি খাদ্য সহায়তা দিচ্ছে ব্র্যাক।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়