ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবান নয়, গোসলের সময় কী মাখেন প্রিয়াঙ্কা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৮ আগস্ট ২০২১   আপডেট: ০৯:০৯, ৮ আগস্ট ২০২১
সাবান নয়, গোসলের সময় কী মাখেন প্রিয়াঙ্কা?

সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশপাশি রূপের কারণেও প্রশংসিত হন তিনি। বলিউড ছাড়িয়ে তার খ্যাতি এখন হলিউডেও।

কিন্তু প্রিয়াঙ্কার সৌন্দর্যের রহস্য কি জানেন? ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহারে বিশ্বাসী এই অভিনেত্রী। ঘরোয়া নিয়ম মেনে রূপ চর্চা করেন তিনি।

আরো পড়ুন:

এই অভিনেত্রী জানান, নিয়মিত টক দই মেখে গোসল করেন তিনি। এতে তার শরীরে পানির অভাব পূরণ হয়। প্রথমে শরীর ভিজিয়ে নেন। তারপর সাবানের পরিবর্তে তিনি মাখেন টক দই। তিন মিনিট অপেক্ষা করেন। এরপর ভালো করে ধুয়ে ফেলেন। শুধু শরীরে নয়, স্কাল্পেও টক দই মাখেন। তাতে খুশকি চলে যায়।

প্রিয়াঙ্কার ভাষায়, ‘আমি টই দই দিয়ে তৈরি ফেসিশাল ব্যবহার করি। সঙ্গে থাকে ওটমিল। একটি পাত্রে সম পরিমাণ ওটস ও টক দই নিই। দু’টোর পরিমাণই ১ থেকে ২ চামচ। তাতে ১ থেকে ২ চা চামচ হলুদ মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে মুখে মেখে অপেক্ষা করি ৩০ মিনিট। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলি। টক দই আমার ত্বক উজ্জ্বল ও ক্লান্তির ছাপ দূর করে।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়