ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুৎসা রটনাকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন সিয়াম 

প্রকাশিত: ১৪:৪০, ৯ আগস্ট ২০২১   আপডেট: ১৪:৪৮, ৯ আগস্ট ২০২১
কুৎসা রটনাকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন সিয়াম 

মাদক মামলায় পরীমনি গ্রেপ্তারের পর এই চিত্রনায়িকার সঙ্গে অনেকের নাম আলোচিত হচ্ছে। এই তালিকায় রয়েছে সিয়াম আহমেদের নাম। বিষয়টিকে ‘প্রমাণহীন গুজব’ উল্লেখ করে এই চিত্রনায়ক রাইজিংবিডিকে বলেন এর বিরুদ্ধে তিনি আইনিভাবে লড়াই করবেন।

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘বেসিক জায়গা থেকে মানুষের সম্মান নিয়ে টান দেয়া উচিত নয়। ভিত্তিহীন কিছু খবর প্রকাশ করা হচ্ছে। সবাই চুপ থাকতে থাকতে বিষয়টা গ্রান্টেড হয়ে যাচ্ছে। কথা না বলে আমি এর বিরুদ্ধে আইনিভাবে লড়তে চাই।’

দুটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম-পরীমিন। সিয়ামের দাবি সাম্প্রতিক সময়ে কতিপয় ব্যক্তি এবং কিছু অনলাইন নিউজ পোর্টাল তার নাম উল্লেখ করে কাল্পনিক গল্প তৈরি করে প্রচার করছে। এ প্রসঙ্গে তিনি গতকাল (৮ আগস্ট) রাতে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন।

সিয়াম লিখেছেন: ‘সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি এবং কিছু তথাকথিত ভুঁইফোড় অনলাইন পোর্টাল আমার নাম উল্লেখ করে মূলত অনলাইন মাধ্যমে আমাকে নিয়ে কাল্পনিক গল্প থেকে শুরু করে নানাবিধ মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছেন। এটা বলা বাহুল্যমাত্র যে, সমস্ত গল্পগাঁথা, মিথ্যাচার ও নোংরামির মূলত কোনও ভিত্তিই নেই। … বর্তমানে বাংলাদেশের মিডিয়া জগতে একটা অস্থিতিশীল কিংবা অস্থির যা-ই বলি না কেন তেমন পরিবেশ বিরাজমান। সেগুলোর কারণ কিংবা বিধেয় নিয়ে তর্ক-বিতর্ক হতেই পারে। কিন্তু এইসব তর্ক-বিতর্ক আর মিথ্যাচার কিংবা কুৎসা রটাবার যে ‘ফাইন-লাইন’ রয়েছে সেটি ছাপিয়ে যখন আমাকে হীন উদ্দেশ্যে নানাবিধ মিথ্যাচারে বিদ্ধ করা হয় এবং একইসাথে আমার পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করা হয় তখন কেবল একজন অভিনেতা/ মিডিয়াকর্মী হিসেবেই নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবেও আমার দায় জন্মে আমাকে যারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের প্রতি আমার এই বার্তা পৌঁছে দেওয়ার।'

অভিনেতা পরিচয়ের বাইরেও সিয়াম আইনজীবী। বিষয়টি উল্লেখ করে তিনি আরো লিখেছেন: ‘আমি জানাতে চাই, যারা যারা এইসব মানহানিকর কর্মকাণ্ড তথা এই কুৎসা রটনায় এখন পর্যন্ত জড়িত আমি প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি (ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ দ্রষ্টব্য)।’

আইন মান্যকারী নাগরিক হিসেবে আদালতের ওপর বিচারের ভার ছেড়ে দেয়াটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন এই অভিনেতা। 

ঢাকা/রাহাত সাইফুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়