ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এফডিসিতে সমিতিগুলোর কাজ কী’ শাকিব খানের প্রশ্ন

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১২ আগস্ট ২০২১   আপডেট: ২২:১০, ১২ আগস্ট ২০২১
‘এফডিসিতে সমিতিগুলোর কাজ কী’ শাকিব খানের প্রশ্ন

দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়ক শাকিব খান। করোনার কারণে লকডাউনে ঘরবন্দি থাকার পর গতকাল (১১ আগস্ট)  ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি।

এফডিসিতে শুটিং করতে গিয়ে এফডিসির বেহাল দশা দেখে এই চিত্রনায়ক চলচ্চিত্রসংশ্লিষ্ট সমিতির কাজ নিয়ে প্রশ্ন তোলেন।

এফডিসিতে কাজের পরিবেশ খুঁজে পাচ্ছি না উল্লেখ করে শাকিব খান বলেন, ‘চারদিকে ভাঙা, ঘিঞ্জি হয়ে আছে। এফডিসিতে তাহলে সমিতিগুলোর কাজ কী? সিনেমা বানানো নিয়ে কোনো কিছু তো দেখি না।’

অবশ্য বেশি বেশি সিনেমার কাজ হলে সবকিছু ঠিক হয়ে যাবে বলে মনে করেন দেশসেরা এই চিত্রনায়ক। ‘সিনেমা নির্মাণই পারে সবকিছু ঠিকঠাক করতে।’ বলেন তিনি।  

তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার ৬০ ভাগ শুটিং শেষ। লকডাউনের কারণে সিনেমার বাকি অংশের কাজ বন্ধ ছিল। গতকাল থেকে এফডিসিতে এর বাকিং অংশের কাজ শুরু হয়েছে। সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন শবনম বুবলি। এই লটে ১০ দিন শুটিং করার পর ক্যামেরা ক্লোজ হবে বলে জানান নির্মাতা।  

রাহাত সাইফুল/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়