ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়ি বছর পরে ফেরদৌসের ‘এই গল্প সত্য নয়’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ১৭ আগস্ট ২০২১  
কুড়ি বছর পরে ফেরদৌসের ‘এই গল্প সত্য নয়’

জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস বাংলাদেশ-ভারত দুই দেশে সমানভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালে তিনি ঘরবন্দি সময় পার করছেন।  সিনেমার শুটিং না থাকায় তিনি লেখালেখিতে মনোযোগী হয়েছেন।

‘এই গল্প সত্য নয়’ নামে একটি বই লেখার কাজ তিনি শেষ করেছেন। আগামী বছরের একুশের বইমেলায় এটি প্রকাশ করবেন বলে রাইজিংবিডিকে জানান ফেরদৌস।
ফেরদৌস ২০০১ সালের একুশের বইমেলায় প্রথম ‘হঠাৎ বৃষ্টি এবং’ নামে একটি বই প্রকাশ করেছিলেন। সেটি তখন সমাদৃত হলেও এরপর আর কোনো বই প্রকাশ করেননি এই চিত্রনায়ক। ২০ বছর পর আবারও তার লেখা বই প্রকাশ হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘লেখালেখি আমার ভালো লাগে। তাই মাঝে মাঝেই লিখি। তবে বই প্রকাশ করা হয় না। লকডাউনে বাসায় অলস সময় বসে ছিলাম। এই সময়টাতে একটি বই প্রকাশের জন্য লিখে ফেললাম। কিছুদিন আগে কলকাতা থেকে দার্জিলিং ভ্রমণ করেছিলাম। সেই ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই এবারের বই লেখা। পাশাপাশি এতে ঘটে যাওয়া একটি ঘটনাও স্থান পেয়েছে।’

চলতি মাসের শেষ দিকে হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরবেন এই চিত্রনায়ক। ফেরদৌস অভিনীত এখলাস আবেদিনের পরিচালনায় ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়