ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমনির সোনার পায়েল উপহার 

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:১৮, ৪ সেপ্টেম্বর ২০২১
পরীমনির সোনার পায়েল উপহার 

পরীমনিকে দেখতে গিয়ে উপহার হিসেবে সোনার পায়েল পেলেন ঢাকাই চলচ্চিত্রের নবাগতা অভিনেত্রী রাজ রিপা। এ সময় পরীমনি পা থেকে পায়েল খুলে রিপার পায়ে পরিয়ে দেন।

গত বৃহস্পতিবার রিপা পরীমনির বনানীর বাসায় গেলে এভাবেই তাকে চমকে দেন আলোচিত এই চিত্রনায়িকা। সহশিল্পী অনেকের কাছেই এই চিত্রনায়িকা ‘বড় মনের মানুষ’ হিসেবে পরিচিত। এ প্রসঙ্গে প্রখ্যাত নির্মাতা কাজী হায়াৎ একবার বলেছিলেন: ‘ইন্ডাস্ট্রিতে পরীর মতো হৃদয়বান মেয়ে আগে দেখিনি।’

দীর্ঘ ২৭ দিন কারাবন্দি থেকে গত ১ সেপ্টেম্বর বাসায় ফেলেন পরীমনি। সে সময় এই নায়িকার আপ্যায়নে মুগ্ধ হয়েছেন বলে জানান রাজ রিপা। তিনি বলেন, ‘একটা মানুষ এত মিষ্টি হয় কীভাবে! তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আপ্যায়ন করলেন, আমি মুগ্ধ হয়েছি!’

রিপা জানান, এর আগে কখনও পরীমনির সঙ্গে তার দেখা হয়নি। তবে ভালোবাসা থেকেই পরীমনির মুক্তির জন্য শাহবাগে মানবন্ধনে অংশ নিয়েছিলেন।

রিপা বলেন, ‘পরীমনিকে বড় বোনের মতো সম্মান করি। আপি বলে ডাকি। সেদিন তিনি আমাকে বললেন, ‘আপি ডাকটা তুই খুব মন থেকে ডাকিস। তুই আমার ছোট বোন।’ এ কথা বলেই নিজের পা থেকে সোনার পায়েল খুলে আমাকে দেন তিনি।’  

পরীমনির এমন উপহার দেয়ার ঘটনা কম নয়। এ ছাড়া তিনি যখন যেভাবে পেরেছেন, সহশিল্পীদের সহযোগিতা করেছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যম সূত্রে জানা গেছে। কখনো তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ছুটে গেছেন, কখনো আবার এফডিসিতে কোরবানি দিয়ে অসহায় শিল্পী-কলাকুশলীদের মুখে হাসি ফুটিয়েছেন।

রাজ রিপা অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এই সিনেমায় তার বিপরীতে আছেন সাতজন নায়ক।

ঢাকা/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়