ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাড়পত্র পেলো বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১৬ সেপ্টেম্বর ২০২১  
ছাড়পত্র পেলো বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’

আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বহুল আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। গতকাল সেন্সর বোর্ড সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে সিনেমাটির গল্প। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন

সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘বিনা কর্তনে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আনুষ্ঠানিকভাবে আমাদের বিষয়টি জানানো হয়েছে।’
গত ১২ সেপ্টম্বর ‘রেহানা মরিয়ম নূর’ সেন্সর বোর্ডে জমা পড়ে। জমাকৃত সিনেমাটির সিডি প্রদর্শনে কিছুটা টেকনিক্যাল সমস্যা তৈরী হয়। যে কারণে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) নতুন করে আবার সিনেমাটি জমা দেন প্রযোজক। বুধবার সিনেমাটি প্রদর্শনের পরই বিনা কর্তনে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত হয়। সব ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন দর্শক। 

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এরপর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শীত হয়েছে। এছাড়া ডাক পেয়েছে বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে।

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়