ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলকাতা থেকে চাঁদপুরে কৌশানী, অপেক্ষায় শান্ত খান

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২১  
কলকাতা থেকে চাঁদপুরে কৌশানী, অপেক্ষায় শান্ত খান

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবার ঢাকার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। আজ ২৭ সেপ্টেম্বর ঢাকা এসেছেন তিনি।

সিনেমার প্রযোজক সেলিম খান জানান, কৌশানী ঢাকা এসেই সরাসরি চাঁদপুর চলে গেছেন। সেখানেই শুটিং হবে। আগামীকাল থেকে পুরোদমে শুটিং করবেন তিনি। এতে তার বিপরীতে আছেন শান্ত খান।

কৌশানী প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। তিনি ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানান এই প্রযোজক।  

এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী। শামীম আহমেদ রনির পরিচালনায় দুটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমা দুটি মুক্তির প্রতীক্ষায় আছে। 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়