Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৮ রবিউস সানি ১৪৪৩

নাদিয়ার ‘ক্যাচাল জামাই’ নিলয়!

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২১ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:২২, ২১ অক্টোবর ২০২১
নাদিয়ার ‘ক্যাচাল জামাই’ নিলয়!

‘জামাই vs শাশুড়ি’ নাটকের পর এবার ‘ক্যাচাল জামাই’ নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। পুরান ঢাকার ভাষায় নির্মিত হয়েছে নাটকটি। আবহ সঙ্গীত করেছেন সজীব।

‘ক্যাচাল জামাই’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন নিলয় আলমগীর। নিলয়ের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া।এ ছাড়া আব্দুল্লাহ রানা, শামীমা নাজনীন, হানিফ পালোয়ান, হোসাইন সাইদি ও ওয়াসিম এমদাদসহ আরো অনেকে অভিনয় করেছেন নাটকটিতে।

মাজহারুল ইসলাম প্রযোজিত ‘ক্যাচাল জামাই’ নাটকটি আজ লেজার ভিশন ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়।

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়