ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভক্তের হাত থেকে ফোন ছিনিয়ে নিলেন জন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৮:৩৮, ১৯ নভেম্বর ২০২১
ভক্তের হাত থেকে ফোন ছিনিয়ে নিলেন জন

জনপ্রিয় বলিউড অভিনেতা জন আব্রাহাম। না বলে ভিডিও করায় ভক্তের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়েছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুই তরুণ বাইকে বসে মোবাইল দিয়ে জনের হেঁটে আসার ভিডিও করছেন। আর কাছে আসতেই তাদের হাত থেকে ফোন ছিনিয়ে নেন জন। তবে এরপর যা করলেন তা হয়তো ওই দুই ভক্ত ভাবতেও পারেননি। সেলফি ক্যামেরার দিকে তাকিয়ে সবার কুশল জিজ্ঞাসা করেন। তারপর ফোন ফিরিয়ে দেন তিনি।

আরো পড়ুন:

জনের এই কাণ্ড অনেকেই ভূয়সী প্রশংসা করছেন। তারকা হয়েও এমন সৌজন্যবোধের কারণে ‘মাটির মানুষ’, ‘ভালো মনের’ লিখে মন্তব্য করছেন ভক্তরা।

মুক্তির অপেক্ষায় জন অভিনীত সিনেমা ‘সত্যমেভ জয়তে টু’। সিনেমায় বাবা ও দুই যমজ সন্তান অর্থাৎ তিনটি চরিত্রে দেখা যাবে তাকে। মিলাপ জাভেরি পরিচালিত সিনেমাটি আগামী ২৬ নভেম্বর মুক্তি পাবে।

দেখুন ভিডিও:

 

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়