ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভুবনের সঙ্গে ‘কাঁচা বাদাম’ গাইতে চান আফ্রিকান সংগীত পরিচালক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:০৮, ১৮ ডিসেম্বর ২০২১
ভুবনের সঙ্গে ‘কাঁচা বাদাম’ গাইতে চান আফ্রিকান সংগীত পরিচালক

ভারতের একজন সাধারণ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। কিন্তু তার গাওয়া ও ‍সুর করা ‘কাঁচা বাদাম’ গানটি এখন বিশ্বখ্যাত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই গানটির আলোচনা এখন সুদূর আফ্রিকা মহাদেশে। ভুবন বাদ্যকরের সঙ্গে ‘কাঁচা বাদাম’ গাওয়ার ইচ্ছা করেছেন জনপ্রিয় আফ্রিকান সংগীত পরিচালক ডেভিড স্কট ওরফে ‘দ্য কিফনেস’।

আরো পড়ুন:

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘কাঁচা বাদাম’ গানের একটি রিমিক্স সংস্করন পোস্ট করেছেন ডেভিড। ক্যাপশনে লিখেছেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের একজন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের এই গানটি রিমিক্স করে আমি গর্বিত। এরকম প্রতিভাবান একজনকে বিশ্বমঞ্চে দেখতে পেলে খুবই খুশি হবো। আশা করছি আমার এই রিমিক্সটি তাকে এতে সাহায্য করবে। যদি কেউ ভুবনের সঙ্গে যোগাযোগের উপায় জেনে থাকেন, দয়া করে আমাকে জানাবেন। এই গানটিতে যা আয় হবে সেটি ভাগাভাগি এবং তার সঙ্গে অফিসিয়ালি এই রিমিক্স গানটি রিলিজ করতে চাই।’

ভারতের ঝাড়খন্ড, বর্ধমান, ভীরভূমে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবন। গানের সুরে বিক্রি করতেন কাঁচা বাদাম। কিন্তু তার গাওয়া গান ভাইরাল হওয়ার পর এখন সেটি প্রায় বন্ধ। তাকে দেখলেই গান শোনানোর বায়না ধরে সবাই। যদিও বাদাম বিক্রি ছেড়ে ভুবন এখন নিজেও গায়ক হওয়ার স্বপ্নে বিভোর।

ভুবন বাদ্যকরের ভাষায়, ‘বাদাম আর বিক্রি হবে বলে মনে হচ্ছে না। এবার গানের দিকেই মন দেবো। গান লিখবো। বাদাম কী করে বিক্রি করবো? ওটাই তো আর হচ্ছে না। ভাইরাল হওয়ার পর থেকে বাদাম বিক্রি বন্ধ হয়ে গেছে। এখন আর বাদাম বিক্রি হবে না। লোকজনকে গান শোনাতে শোনাতে সময় কেটে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের বা ইউটিউবাররা আসছে সেখান থেকে কিছু রোজগার হচ্ছে। সকাল থেকেই বাড়িতে হাজির হয়ে যাচ্ছেন অনেকে। গান লেখার সময় পাচ্ছি না। গান লেখা ও গাওয়ার ইচ্ছা আছে।’

দেখুন: আফ্রিকান সংগীত পরিচালক ডেভিড স্কটের ‘কাঁচা বাদাম’ রিমিক্স

 

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়