ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশেষ তারিখে বিয়ে করলেন সারিকা

প্রকাশিত: ০১:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২২  
বিশেষ তারিখে বিয়ে করলেন সারিকা

ছোটপর্দার অভিনেত্রী সারিকা সাবরিন আবার বিয়ে করেছেন। তার বর আহমেদ রাহি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পাশাপাশি দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক তিনি। গত ২ ফেব্রুয়ারি অর্থাৎ ০২.০২.২০২২ এই বিশেষ তারিখে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের বিষয়টি নিশ্চিত করেন সারিকা নিজেই।

এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘দুই পরিবারের পছন্দেই আমাদের বিয়ে হয়েছে। করোনার কারণে বড় পরিসরের অনুষ্ঠান করা সম্ভব হয়নি, বাসাতেই বিয়ে হয়েছে। বিয়ের দিনটা সুন্দর। দুই দুই বাইশ! দিনটি স্মরণীয়। তার আগে ১২ ডিসেম্বর আমাদের বাগদান হয়।’

গত ২ ফেব্রুয়ারি বিয়ের পর ৩ ফেব্রুয়ারি শ্বশুরবাড়িতে যান সারিকা। বিয়ে করলেও কাজে ভাটা পড়বে না বলে জানালেন তিনি। আগামী মাস থেকেই শুটিংয়ে ফিরবেন জানিয়ে সারিকা বলেন, ‘১২ ফেব্রুয়ারি একটি ফটোসুট করবো। ২১ ফেব্রুয়ারি থেকে একটি নাটকের শুটিংয়ের সিডিউল দেওয়া আছে।’

২০০৬ সালে মডেলিং শুরু করেন সারিকা। তারপর একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সারিকার।

রাহাত সাইফুল/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়