ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কখনোই আঞ্চলিক সিনেমা করবো না: জন আব্রাহাম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৯ মার্চ ২০২২   আপডেট: ১২:৪২, ২৯ মার্চ ২০২২
কখনোই আঞ্চলিক সিনেমা করবো না: জন আব্রাহাম

বলিউড অভিনেতা জন আব্রাহাম। সম্প্রতি গুঞ্জন ওঠে, ভারতের তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করবেন তিনি। তবে এ বিষয়ে খোলাসা করেছেন এই অভিনেতা।

‘বাহুবলি’ সিনেমাখ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘সালার’। শুরু থেকেই গুঞ্জন— সিনেমায় খল চরিত্রে দেখা যেতে পারে জন আব্রাহামকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

আরো পড়ুন:

তবে সকল জল্পনা উড়িয়ে জন বলেন, ‘কখনোই আঞ্চলিক সিনেমা করবো না। আমি হিন্দি সিনেমার হিরো। দ্বিতীয় নায়ক হয়ে সেখানে কোনো সিনেমা কখনোই করবো না। আমি অন্য অভিনয়শিল্পীদের মতো তেলেগু অথবা অন্য কোনো সিনেমায় অভিনয় করতে যাবো না।’

জন আব্রাহাম অভিনীত পরবর্তী সিনেমা ‘অ্যাটাক’। শোনা যাচ্ছে, সিনেমায় তাকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে যা অতীতে হিন্দি সিনেমায় হয়নি। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন— জ্যাকলিন ফার্নান্দেজ, রাকুল প্রীত সিং। পরিচালনা করেছে লাশ্য রাজ আনন্দ। এছাড়া শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে জনকে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়