ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

সরে দাঁড়ালেন অক্ষয়, অজয় যা বললেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২২ এপ্রিল ২০২২   আপডেট: ১৬:০০, ২২ এপ্রিল ২০২২
সরে দাঁড়ালেন অক্ষয়, অজয় যা বললেন

সম্প্রতি পানমসলার বিজ্ঞাপন করে বিতর্কের মুখে পড়েন অক্ষয় কুমার। পরবর্তী সময়ে ভক্তদের কাছে ক্ষমা চান তিনি। শুধু তাই নয়, এই পানমসলার বিজ্ঞাপন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন অক্ষয়। বিজ্ঞাপন থেকে এই অভিনেতার সরে যাওয়ার ঘোষণার পর এটি নিয়ে কথা বলেছেন অজয়।

‘গোলমাল’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘এটি ব্যক্তিগত পছন্দ। আপনি যখন কিছু করে থাকেন, তখন আপনি এটিও দেখতে পান যে এটি কতটা ক্ষতিকর। কিছু ক্ষতিকারক, কিছু নয়। নাম না করে বলছি, কারণ আমি এখানে সেই প্রচার করতে আসিনি। আমি এলাচের বিজ্ঞাপন করি। বিজ্ঞাপনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিছু জিনিস যদি ভুল হয়, তাহলে তা বিক্রি বন্ধ করা দরকার।’

এদিকে কয়েক বছর আগেই এই পানমসলার বিজ্ঞাপন শুরু করেন অভিনেতা অজয় দেবগন। গত বছর যুক্ত হন বলিউড কিং শাহরুখ খান। কিছুদিন আগেই এই দুই সুপারস্টারের সঙ্গে যোগ দেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। বিজ্ঞাপন প্রচার শুরু হলে ক্ষুব্ধ হন নেটিজেনদের একাংশ। বরাবরই স্বাস্থ্য সচেতন হিসেবে ভক্তদের কাছে নিজেকে তুলে ধরেন অক্ষয়। তিনি কীভাবে এমন একটি পণ্যের বিজ্ঞাপন করলেন তা নিয়ে সমালোচনা শুরু করেন অনুরাগীরা।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন অক্ষয় কুমার। তিনি লেখেন, ‘আমি দুঃখিত। আমার সমস্ত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনো করিনি এবং ভবিষ্যতেও করব না। বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়ার কারণে আপনাদের ভাবাবেগকে আহত করেছে। বিনয়ের সঙ্গে আমি পিছিয়ে এলাম। এই বিজ্ঞাপন থেকে নেওয়া সমস্ত অর্থ আমি কোনো ভালো কাজে দান করব। তবে যতদিন আমার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ না হয়, এই ব্র্যান্ডের বিজ্ঞাপনটি চলতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সতর্ক থাকবো। এর বিনিময়ে এভাবেই আপনাদের ভালোবাসা ও শুভ কামনা পেতে চাই।’

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়