ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌমি-রেজোয়ানকে নিয়ে মাহিনের ‘অথবা গল্পটা প্রেমের’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৪ এপ্রিল ২০২২  
সৌমি-রেজোয়ানকে নিয়ে মাহিনের ‘অথবা গল্পটা প্রেমের’

দীপ্ত টিভির ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় প্রচার হবে তরুণ নির্মাতাদের একুশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘বাইশে একুশ’ শিরোনামের এই প্রজেক্টে রয়েছে ‘অথবা গল্পটা প্রেমের’ চলচ্চিত্রটি। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রেজওয়াদুদ মাহিন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন—মডেল-অভিনেত্রী সেমন্তি সৌমি ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, অভিনেতা রেজোয়ান।

নির্মাতা মাহিন বলেন—‘আমি প্রথমেই কৃতজ্ঞ আমার বস মাবরুর রশীদ বান্নাহ ভাইয়ের কাছে। তিনিই আমাকে এই সুযোগটি দিয়েছেন। এটি আমার প্রথম কাজ। সৌমি, রেজোয়ানসহ আমার পুরো টিম খুব ভালো করেছেন। কাজটি নিয়ে আশাবাদী।’

আরো পড়ুন:

সম্প্রতি পূর্বাচলের একটি শুটিং হাউজে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন রাজীব হাওলাদার।  এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। চলচ্চিত্রটি ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচার হবে দীপ্ত টিভিতে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাবে এটি।

‘বাইশে একুশ’-এর সৃজনশীল প্রযোজক হিসেবে আছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। প্রযোজক হিসেবে আছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়