ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চমকে দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন শুভশ্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৭:০০, ২১ সেপ্টেম্বর ২০২২
চমকে দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন শুভশ্রী

মাথার অধিকাংশ চুল পাকা। চোখে মোটা কাচের চশমা। চোখ দুটোও খানিকটা ঘোলাটে। মুখের অমসৃণ ত্বকে ভাঁজ পড়েছে। ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন; তাতে এমন লুকে দেখা যায় বয়স্ক এক নারীকে।

ছবিটি দেখে যে কেউ চমকে যাবেন। প্রশ্ন তুলবেন-ছবির বৃদ্ধা কে, হয়েছেও তাই। নেটিজেনদের অনেকে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। যদিও খুব ভালো করে দেখলেই বোঝা যায় এই নারী অন্য কেউ নন; বরং শুভশ্রী গাঙ্গুলি। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ শিরোনামে একটি ওয়েব সিরিজে এমন লুকে দেখা যাবে ৩১ বছর বয়সী এই নায়িকাকে।

আরো পড়ুন:

শুভশ্রীর এই লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ শোবিজ অঙ্গনের তারকারা। মিমি চক্রবর্তী লিখেছেন, ‘দারুণ।’ দেবলীনা কুমার লিখেছেন, ‘ওয়াও!’ অঙ্কুশ হাজরা লিখেছেন, ‘লাভলি।’ পায়েল নামে এক নেটিজেন লিখেছেন, ‘নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। এ সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। এটি প্রযোজনা করছে এসভিএফ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়