ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরক্ত সানি লিওন

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ২৯ এপ্রিল ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিরক্ত সানি লিওন

বলিউডি অভিনেত্রী সানি লিওন

বিনোদন ডেস্ক
ঢাকা, ২৯ এপ্রিল : সম্প্রতি পর্নোস্টার থেকে বলিউডের নায়িকা বনে যাওয়া সানি লিওন রোজই খবরে পরিণত হচ্ছেন। তাও আবার নগ্ন নাচের জন্য। যদিও সানি লিওন নিজের ব্যাপারে এমন অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি এখন রীতিমতো বিরক্ত। এমন খবর জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

কয়েক দিন ধরেই রাগিনী এমএমএস-২-এর নায়িকাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়াচ্ছে, তিনি নাকি নিজের অতীতের ভাবমূর্তি ধরে রাখতে নগ্ন হয়ে সাগরপাড়ে নেচেছেন। তবে এ ধরনের অভিযোগ তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন।

সংবাদমাধ্যমটিতে আরো বলা হয়েছে, কিছুদিন আগে সানি লিওনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। যেখানে তিনি একদল হীরা ব্যবসায়ীর ব্যক্তিগত পার্টিতে নগ্ন অবস্থায় নাচছেন। এর পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্কের শুরু।

কিন্তু সানি লিওন এক টুইটে বিষয়টিকে অস্বীকার করে বলেছেন, সেদিন তিনি তার পরবর্তী ছবি টিনা অ্যান্ড লোলো–এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।

সানি লিওন টুইটে লিখেছেন, ১৮ এপ্রিল টিনা অ্যান্ড লোলো-এর  শুটিং ছিল এবং রাতে মায়ূর অর জিরত্রা –এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল। দয়া করে এমন মিথ্যা খবর প্রকাশের আগে সত্যটা জেনে নেবেন।

একপর্যায়ে সানি লিওন দাবি করেন, ভিডিওটি ভিত্তিহীন। আর এটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে, যে মুহূর্তে সানি লিওন তার অতীতকে ভুলে নতুন জীবন উপভোগ করতে শুরু করেছেন, ঠিক সে সময় এ ধরনের একটি খবর তার জন্য অবশ্যই বিব্রতকর। আর এতে প্রচণ্ড বিরক্ত এই তারকা।

 

রাইজিংবিডি/শান্ত/রাশেদ শাওন/আবু মো./কে. শাহীন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়