ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যায়ামের ছবিতে নজর কাড়লেন ভাবনা

প্রকাশিত: ১৬:৪২, ৩০ নভেম্বর ২০২২  
ব্যায়ামের ছবিতে নজর কাড়লেন ভাবনা

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোটপর্দার পাশাপাশি তিনি সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। স্বাস্থ্য সচেতন এই অভিনেত্রী নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করেন।

সম্প্রতি তিনি যোগ ব্যায়ামের কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন। এসব ছবিতে নজর কেড়েছেন নেটিজেনদের।

ভাবনার ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। ছবিগুলোতে দেখা গেছে, নিজের বাড়ির ছাদে প্রাকৃতিক পরিবেশে যোগ ব্যায়াম করছেন ভাবনা। পরনে কালো রঙের শর্ট প্যান্ট এবং একটি হট পিংক কালারের টপস। ব্যায়ামের প্রতিটি ছবি থেকেই যেন সৌন্দর্য ঝরে পড়ছে ভাবনার। এক অনন্য রূপে নিজেকে মেলে ধরেছেন মিষ্টি রোদে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী ক্যাপশন দিয়েছেন, ‘ইয়েস, ওয়েনেসডে মোটিভেশন’। এসব ছবিতে পজেটিভ মন্তব্য করেছেন অনেকেই। 

ভাবনা বর্তমানে তার বাবা হাবিবুল ইসলামের ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ১৯৪৭ সালের দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হচ্ছে। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।
 

রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়