ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্তানের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না: পরীমণি

প্রকাশিত: ১৭:১০, ৩১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:১৪, ৩১ ডিসেম্বর ২০২২
সন্তানের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না: পরীমণি

তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজের সংসার বেশ ভালোই চলছিল। হঠাৎ করেই তাদের সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছে।

গতকাল (শুক্রবার) সন্ধ্যার পরই বিশ্বস্ত সূত্রে শোনা যাচ্ছিল ভেঙে যাচ্ছে পরী-রাজের সংসার। এদিকে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবাহবিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে বিষয়টি আরো পরিস্কার করেন পরীমণি। 

আরো পড়ুন:

তাদের এখনো বিচ্ছেদ না হলেও এখন তারা আলাদা থাকছেন। এ প্রসঙ্গে পরীমনি জানান, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’ 

জানা গেছে, স্ট্যাটাস দেওয়ার আগে রাত সাড়ে ৮টার দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে যান পরীমণি। এর পরই স্ট্যাটাসটি দেন এই চিত্রনায়িকা। 

ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা। সেসময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে দুজনের পরিচয় ও প্রেম; তারপর হুট করেই বিয়ে। বিয়ে ও সন্তান জন্মের পর বেশ ভালোই যাচ্ছিল তাদের নতুন জীবন।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়