ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউটিউবে আসছে নাটক ‘আনলিমিটেড দৌড়ের উপর’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৩১ ডিসেম্বর ২০২২  
ইউটিউবে আসছে নাটক ‘আনলিমিটেড দৌড়ের উপর’

জগলু ভাই ব্যবসায়ী। খুব চাপাবাজ তিনি। তার দুই রুমমেট বান্টি ও মারুফও চাপাবাজিতে কম যান না। তিন চাপাবাজের অম্ল-মধুর সম্পর্ক ও কর্মকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আনলিমিটেড দৌড়ের উপর’।

চয়ন দেব রচিত নাটকটি পরিচালনা করেছেন আতিফ ইসলাম বাবলু। প্রযোজনা করেছে সিনেমেট্রো প্রোডাকশন হাউজ।

এতে অভিনয় করেছেন মুসাফির বাচ্চু, লামিমা লাম, সাগর আহমেদ, আনিলা তানজুম, আলিফ চে, মারিয়া শাওন প্রমুখ।

সিনেমেট্রো প্রোডাকশন হাউজের ইউটিউব চ্যানেলে খুব শিগগির দেখা যাবে ‘আনলিমিটেড দৌড়ের উপর’।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়