ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনার চামচে খাবেন পরীমণির ছেলে

প্রকাশিত: ১৮:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৮:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৩
সোনার চামচে খাবেন পরীমণির ছেলে

গ্লামার কন্যা পরীমণি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরীফুল রাজকে। বিয়ের পরে এই তারকা দম্পতির কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। রাজ-পরীর রাজ্যের সবকিছু এখন শাহীম মুহাম্মদ রাজ্যকে ঘিরে। গত বছরের ১১ আগস্ট রাজ-পরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। সে হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হবে রাজ্যের। 

বিশেষ এই দিনটিতে ঘিরে আয়োজনে কমতি রাখছেন না রাজ-পরী। ছয়মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি। ছেলের মুখে সোনার চামচ দেবেন পরীমণি। তাই রাজ্যের জন্য তার বাবা এরই মধ্যে কিনেছেন সোনার চামচ ও বাটি।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পরিমণি তার ফেসবুক অ্যাকাউন্টে স্বর্ণের চামচ ও বাটির ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লিখেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না?  এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়