ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবারের অস্কার মঞ্চের সঞ্চালক দীপিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ৩ মার্চ ২০২৩   আপডেট: ১০:৩৬, ৩ মার্চ ২০২৩
এবারের অস্কার মঞ্চের সঞ্চালক দীপিকা

এবারের অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান ‘পিকু’খ্যাত এই অভিনেত্রী।

আগামী ১২ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের এই আসর। পুরো অনুষ্ঠানটি ১৬ জন ব্যক্তি সঞ্চালনা করবেন। তার মধ্যে একজন দীপিকা।

আরো পড়ুন:

ইনস্টাগ্রাম পোস্টে অস্কার অনুষ্ঠান সঞ্চালকদের একটি তালিকা দিয়েছেন দীপিকা। এ তালিকায় রয়েছেন— রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কোনলি, আরিয়ানা ডিবোজ, স্যামুয়েল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল বি জর্ডান, ট্রয় কোটসুর, মেলিসা ম্যাকার্থি, জেনেল মোনা, দীপিকা পাড়ুকোন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ, জো সালডানা, ডনি ইয়েন।

দীপিকা এ পোস্ট করার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন। ভক্তদের পাশাপাশি তার সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। নেহা ধুপিয়া লিখেছেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ দীপিকার বোন অনিশা লিখেন, ‘বুম’। দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং মন্তব্যের ঘরে হাততালির ইমোজি পোস্ট করেছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়