ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দীপিকার বোনের বিয়ের ঘটক রণবীর!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ৩০ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:৫৪, ৩০ নভেম্বর ২০২৫
দীপিকার বোনের বিয়ের ঘটক রণবীর!

বোন ও স্বামীর সঙ্গে দীপিকা পাড়ুকোন (বাঁ থেকে)

ভারতীয় সিনেমার তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কয়েক বছর আগে সাতপাকে বাঁধা পড়েন তারা। এবার দীপিকার বোন আনিশা পাড়ুকোন অর্থাৎ শ্যালিকার বিয়ের ঘটকালি করছেন রণবীর সিং। আনিশার হবু বরের নাম রোহান আচার্য। 

আচার্য পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র ডেকান ক্রনিকল-কে বলেন, “পাড়ুকোন পরিবার এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা না দিলেও খুব শিগগির একটি বিবৃতি প্রকাশ করবে। আনিশা ও রোহান বহু বছর ধরে একে অপরকে চেনেন। তবে খুবই ব্যক্তিগত জীবনযাপন করেন তারা। সবসময়ই সম্পর্কটিকে প্রচারের আলো থেকে দূরে রেখেছেন। মজার ব্যাপার হলো, দীপিকা ও রণবীর দুজনেই রোহানকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন।” 

আরো পড়ুন:

আনিশার বিয়ের ঘটক দীপিকার স্বামী রণবীর সিং। এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, “দীপিকার বর অভিনেতা রণবীর সিং হয়তো এ বিয়ের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন। রণবীরের বাবা-মা ও সুমিত আচার্য খুব ঘনিষ্ঠ। এটি একটি অসাধারণ পরিবার। পারিবারিক নানা অনুষ্ঠানে দেখা হয়েছে আনিশা ও রোহানের, সেখান থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে।”

দীপিকার বাবার নাম প্রকাশ পাড়ুকোন। ১৯৮০ সালে বিশ্বসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। প্রাক্তন এই খেলোয়াড় ব্যক্তিগত জীবনে ঘর বাঁধেন চিমু আচার্যের সঙ্গে। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন—দীপিকা পাড়ুকোন ও আনিশা পাড়ুকোন। 

দীপিকার ৩৪ বছর বয়সি বোন আনিশা পেশায় একজন গলফার। পাশাপাশি দীপিকা প্রতিষ্ঠিত ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’-এর সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন। রোহান দুবাইভিত্তিক উদ্যোক্তা, চিমু ও সুমিত আচার্যের ছেলে। বাবার সঙ্গে পরিবারের ট্রাভেল ব্যবসায়ও কাজ করেন রোহান।  

রোহান আচার্যের মা চিমু আচার্য আমিরাতের একটি কোম্পানির মার্কেটিংয়ের প্রধান ছিলেন। ২০০২ সালে নিজের ইভেন্টস এজেন্সি ‘এল’অ্যাটিটিউড’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির প্রথম আয়োজন ছিল বলিউড সুপারস্টার আমির খানের একটি কনসার্ট।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়