ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালমান-শাহরুখের জন্য এলাহি আয়োজন!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২২ মার্চ ২০২৩   আপডেট: ১২:২৪, ২২ মার্চ ২০২৩
সালমান-শাহরুখের জন্য এলাহি আয়োজন!

গত জানুয়ারি মাসে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা। এতে অতিথি চরিত্রে দেখা যায় সালমান খানকে। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’-তে হাজির হবেন শাহরুখ খান। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য এলাহি আয়োজন করছেন সংশ্লিষ্টরা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেননি সিনেমাটির নির্মাতারা। তবে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বলিউড হাঙ্গামার।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘টাইগার থ্রি’ সিনেমায় আবারো একসঙ্গে দেখা যাবে শাহরুখ-সালমানকে। প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক মণীষ শর্মা সিনেমাটিতে চমক রাখার পরিকল্পনা করেছেন। এজন্য বড় পরিসরে সেট নির্মাণ করছেন। যেখানে ৪৫ দিন ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং হবে।’’

আরো পড়ুন:

সূত্রটি মনে করছেন এখন সময় ‘টাইগার থ্রি’ সিনেমার। তার ভাষায়— ‘‘শাহরুখ খানকে সহযোগিতা করার জন্য ‘পাঠান’ সিনেমায় হাজির হয়েছিলেন সালমান। তারপর দর্শকদের উপচেপড়া ভিড় দেখা যায় প্রেক্ষাগৃহগুলোতে। এখন সময় ‘টাইগার থ্রি’ সিনেমার। যাতে সালমান-শাহরুখের ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য দর্শকদের মন নাড়িয়ে দেবে।’’

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। সুপার স্পাই জোয়া চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। আর খলনায়কের ভূমিকায় হাজির হবেন ইমরান হাশমি। চলতি বছরের দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়