রিফাতের কণ্ঠে মাহে রমজানের গান

আব্দুল্লাহ আল-মুআজ রিফাত একজন উদীয়মান নাশিদ শিল্পী। ধীরে ধীরে ইসলামী সংগীতাঙ্গনে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছন রিফাত। বর্তমান সময়ে বেশ কিছু মৌলিক ইসলামী নাশিদ নিয়ে কাজ করছেন তিনি।
ইতিমধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘তাকওয়া হাসিলে রমাদান’ শিরোনামে একটি চমৎকার নাশিদ প্রকাশ করেছেন।গানটির কথা, সুর ও সংগীত আয়োজনে ছিলেন হুমায়ুন কবির তারিফ এবং ভিডিও নির্মাণ করেছেন আজহারুল ইসলাম জাহিদ।
সম্প্রতি সময়ে তার গাওয়া বেশ কিছু ইসলামিক নাশিদ প্রকাশ পেয়েছে। নাশিদগুলো বেশ প্রশংসিত হয়েছে। আব্দুল্লাহ আল-মুআজ রিফাতের গাওয়া উল্লেখযোগ্য ইসলামী নাশিদের মধ্যে রয়েছে- ‘সুবহানআল্লাহ’, ‘জান্নাতী নুর’, ‘সল্লিআলা’, ‘প্রেমের গান’, ‘ও নবীজি’, ‘তুমি করো গ্রহণ’, ‘সীমাহীন ভালবাসা’ এবং করোনা ভাইরাস নিয়ে ‘দূর করে দাও করোনা’ গেয়েও শ্রোতাদের অনেক ভালোবাসা পেয়েছেন তিনি। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘আব্দুল্লাহ আল মুআজ রিফাত’ এ নিয়মিত নাশিদ প্রকাশ করেন।
বরিশালের বরগুনা জেলার আমতলীতে জন্ম নেওয়া রিফাত ঐতিহ্যাবাহী আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আমেরিকায় পড়াশোনার পাশাপাশি স্থায়ীভাবে বসবাস করছেন। ছোটবেলা থেকেই গানের খুব ভক্ত আব্দুল্লাহ আল মুআজ রিফাত। ইসলামী নাশিদে কণ্ঠ দেওয়া ও ইসলামিক নাশিদ লেখার পাশাপাশি তিনি নাগরিক বরগুনা নামে একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।
রাহাত/ফিরোজ
আরো পড়ুন