ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিছানায় সক্ষম থাকা শরীরের জন্য ভালো, কবীর সুমনকে শ্রীলেখা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২২ মার্চ ২০২৩   আপডেট: ২০:০২, ২২ মার্চ ২০২৩
বিছানায় সক্ষম থাকা শরীরের জন্য ভালো, কবীর সুমনকে শ্রীলেখা

‘কাম! মুক্ত কাম! যেখানে অশ্লীলতাই সব। বয়স হয়েছে, রাতে ভালো ঘুম হয় না। কিন্তু আমি বিছানায় চূড়ান্তভাবে সক্ষম। নারীরা আমাকে সমৃদ্ধ করেছেন।’— বলেন সংগীতশিল্পী কবীর সুমন। গত ১৬ মার্চ পঁচাত্তর বছর বয়সে পা দিয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন এই শিল্পী।

কবীর সুমনের বিস্ফোরক এই মন্তব্য প্রকাশ্যে আসার পর চর্চায় পরিণত হয়। এই সাক্ষাৎকার পত্রিকায় পড়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়েন ভারতে বসবাসরত বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। এবার কবীর সুমনের মন্তব্য নিয়ে মুখ খুললেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

আরো পড়ুন:

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে শ্রীলেখা মিত্র বলেন— ‘বিছানায় সক্ষম থাকা তো শরীরের জন্য ভালো।’

কবীর সুমনের মন্তব্যের সমালোচনা করে তসলিমা নাসরিন বলেছিলেন— ‘মহিলারা এমন মন্তব্য করলে ছি ছি পড়ে যেত।’ এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে শ্রীলেখা বলেন, ‘আমি তসলিমাদির সঙ্গে একমত। কোনো মহিলা এমন কথা বললে তাকে রেপ করতে বাকি রাখত! আসলে আমরা সঠিক শিক্ষা পাইনি। তবে এ ক্ষেত্রে মেয়েদেরও কিছু দায় বর্তায়। মেয়েদের সেই সমতা বজায় রাখতে হবে নিজেদেরকেই।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়