ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মায়ের বিয়ে’তে মায়ের চরিত্রে স্পর্শিয়া

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২৫ মার্চ ২০২৩  
‘মায়ের বিয়ে’তে মায়ের চরিত্রে স্পর্শিয়া

অর্চিতা স্পর্শিয়া বর্তমানে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়েছেন। ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’র মতো সিনেমায় অভিনয়ের দ্যুতি ছড়িয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। 

সম্প্রতি ‘মায়ের বিয়ে’ নামে নাটকে অভিনয় করেছেন তিনি। এই নাটকে স্পর্শিয়াকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এটি রচনা করেছেন আল আমিন স্বপন ও পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, নাটকের গল্প ও আমার চরিত্রটি একেবারই ভিন্ন। এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। এ নাটকে আমাকে মায়ের চরিত্রে দেখা যাবে। খুব যত্ন নিয়ে অভিনয় করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

জানা গেছে, ইতোমধ্যেই ‘মায়ের বিয়ে’ নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। নাটকটি আসছে ঈদুল ফিতরের আয়োজনে কোন একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান আহসানের সঙ্গে । কিন্তু পরে ২০১৭ সালে আলাদা হয়ে যান যান তারা। এরপরে একাই সিঙ্গেল জীবন কাটাচ্ছেন স্পর্শিয়া। বর্তমানে সংখ্যার চেয়ে কাজের মানে গুরুত্ব দিয়ে ক্যারিয়ারে এগোচ্ছেন এই অভিনেত্রী। 

সর্বশেষ

পাঠকপ্রিয়