ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌন হেনস্তার অভিযোগে মার্ভেল তারকা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২৬ মার্চ ২০২৩   আপডেট: ১৮:১২, ২৬ মার্চ ২০২৩
যৌন হেনস্তার অভিযোগে মার্ভেল তারকা গ্রেপ্তার

যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হলিউডের জনপ্রিয় অভিনেতা জোনাথন মেজরসকে। শনিবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক থেকে গ্রেপ্তার করা হয় ‘অ্যান্ট-ম্যান’খ্যাত এই অভিনেতাকে। সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম এ খবর প্রকাশ করেছে। 

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযোগকারী নারী জোনাথনের প্রেমিকা। ব্রুকলিনের একটি বার থেকে বের হয়ে ট্যাক্সি করে বাড়ি ফিরছিলেন তারা। ট্যাক্সিতে তর্কে জড়ান। এসময় জোনাথন অন্য এক নারীকে মেসেজ করছিলেন, যা দেখার চেষ্টা করছিলেন ওই নারী। এক পর্যায় তাকে থাপ্পড় মারেন জোনাথন।

আরো পড়ুন:

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, হাতাহাতির এক পর্যায়ে ওই নারীকে কোথাও ফেলে রেখে অন্য কোথাও রাত কাটান জোনাথন। ধারণা করা হচ্ছে, পরের দিন সকালে (২৫ মার্চ) পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন ওই নারী।

পুলিশ সূত্রে খবর— জোনাথন তার প্রেমিকার মাথায়, গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তবে জোনাথনের মুখপাত্র বলছেন, কোনো অপরাধ করেননি এই মার্ভেল তারকা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়