ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেতা হার্ডি সান্ধু জানিয়েছেন, সংসদ সদস্যকে বিয়ে করছেন পরিণীতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ৩১ মার্চ ২০২৩   আপডেট: ১২:১৬, ৩১ মার্চ ২০২৩
অভিনেতা হার্ডি সান্ধু জানিয়েছেন, সংসদ সদস্যকে বিয়ে করছেন পরিণীতি

কয়েক দিন আগে আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য রাঘবের সঙ্গে ডিনারে গিয়ে আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। জোর গুঞ্জন চাউর হয়েছে, রাঘবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ৩৪ বছরের পরিণীতি। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান  তারা।

এদিকে পরিণীতি-রাঘবের বিয়ের খবরটি নিশ্চিত করলেন গায়ক-অভিনেতা হার্ডি সান্ধু। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ-এর সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন তিনি। পরিণীতির বন্ধু হার্ডি সান্ধু বলেন— ‘অবশেষে বিয়েটি হচ্ছে, এজন্য আমি খুশি। তার জন্য শুভ কামনা রইলো।’

আরো পড়ুন:

স্পাই-থ্রিলার ঘরানার ‘কোড নেম: তিরাঙ্গ’ সিনেমায় পরিণীতির সঙ্গে কাজ করেছেন গায়ক-অভিনেতা হার্ডি সান্ধু। গত বছর মুক্তি পায় এটি। এ সিনেমার শুটিং চলাকালে বিয়ে নিয়ে তার সঙ্গে আলোচনা করেন পরিণীতি চোপড়া।

এসব তথ্য উল্লেখ করে হার্ডি সান্ধু বলেন— ‘‘কোড নেম: তিরাঙ্গ’ সিনেমার শুটিং সেটে বিয়ে নিয়ে আমরা আলোচনা করেছি। ওই সময়ে পরিণীতি বলেছিল, ‘আমি যখন সঠিক মানুষকে পেয়ে যাব তখন বিয়ে করব।’ আমার সঙ্গে পরিণীতির ফোনে কথা হয়েছে। তাকে আমি অভিনন্দন জানিয়েছি।’’

তবে কবে কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তা জানাননি হার্ডি সান্ধু। টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র বলেন— ‘এখনো তাদের বিয়ের কোনো আনুষ্ঠানিকতা হয়নি। তবে পারিবারিকভাবে এ বিষয়ে আলোচনা চলছে। খুব শিগগির কিছু একটা হবে। তাদের দুজনকে একসঙ্গে দেখে দারুণ খুশি দুই পরিবার। তবে পরিণীতি-রাঘব দুজনেই ভীষণ ব্যস্ত। এজন্য অনুষ্ঠানের জন্য তারিখ নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে। আপাতত, দুই পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

কয়েক দিন আগে মুম্বাইয়ে বিলাসবহুল একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘবকে। দুজনে একসঙ্গে ডিনার করতে একটি রেস্তোরাঁয় যান। এসময়ের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোচনায় উঠে আসেন এই জুটি।

ভারতীয় একটি সংবাদ সংস্থার দাবি, দুই জগতের দুই তারকা কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তারা।

পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় এটি। ২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৫০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়