ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

ঈদের দ্বিতীয় দিন টেলিভিশনে যত নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৩ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:৫৬, ২৩ এপ্রিল ২০২৩
ঈদের দ্বিতীয় দিন টেলিভিশনে যত নাটক-টেলিফিল্ম

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

মাছরাঙা টেলিভিশন

বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: ২/২ লাভ, অভিনয়ে: আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: অংক স্যার, রচনা: বৃন্দাবন দাশ, পরিচালনা: এজাজ মুন্না, অভিনয়ে: চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: ফেক হানিমুন, রচনা: মোসাব্বের হোসেন মুয়ীদ, পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ, অভিনয়ে: তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: সুরেলা সুলতান, রচনা ও পরিচালনা: সাগর জাহান, অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, তানজিকা আমিন, মুকিত জাকারিয়া প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: ফুল ফোটানোর দিন, রচনা: এস আর মজুমদার ও ব্রত রায়, পরিচালনা: এস আর মজুমদার, অভিনয়ে: অপূর্ব, মম প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: কল মি, রচনা ও পরিচালনা: বিশ্বজিৎ দত্ত, অভিনয়ে: খায়রুল বাসার, চমক প্রমুখ।

এনটিভি

দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: গাড়িওয়ালা। রচনা: স্বাধীন শাহ। গল্প ও পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, শামীম জামান, আহসানুল হক মিনু, শেলী আহসান প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ওয়াদা। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা, শাহনাজ খুশী, মাসুম বাশার, জয়রাজ, শিরিন আলম, হান্নান শেলী, পারভেজ, শ্রাবন্তী শ্রাবণ প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ঢোল মজিদ। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: মোশাররফ করিম, ময়মুনা মম, রেশমী আলম, শেখ মাহবুব প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: একটি ভীষণ একা ছেলে। গল্প: জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। চিত্রনাট্য: মেহেদী হাসান জনি ও আরিফুল ইসলাম পাঠক। পরিচালনা: মেহেদী হাসান জনি। অভিনয়ে: অপূর্ব, কেয়া পায়েল, ডলি জহুর, মম আলী, মিলি বাশার, মাসুম বাসার, পাপিয়া প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: চ্যাম্পিয়ন চোর। রচনা: রুহুল আমিন পথিক। পরিচালনা: নাজমুল রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার, মিলি বাশার, রকি খান প্রমুখ।

এটিএন বাংলা

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: স্পাই লাভ, রচনা: মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা: রুবেল হাসান, অভিনয়ে: অপূর্ব, সাবিলা নূর, অপু, সাবেরী আলম। বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: আই ওয়াশ, পরিচালনা: আদিবাসী মিজান, অভিনয়ে: নিলয়, হিমি, তারিক আনাম খান। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: নেভার সিরিয়াস, রচনা: ইশতিয়াক আহমেদ, পরিচালনায়: মাবরুর রশীদ বান্নাহ, অভিনয়ে: মুশফিক ফারহান, কেয়া পায়েল। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: সর্দার সোলায়মান, পরিচালনায়: রুলীন রহমান, অভিনয়ে: মোশাররফ করিম, নাদিয়া মীম। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: জাস্ট মৌমিতা, রচনা ও পরিচালনা: শাহনেওয়াজ রিপন। অভিনয়ে: মোশাররফ করিম, তানহা তানিয়া।

বাংলাভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: জ্যোস্নাহারা। রচনা ও পরিচালনা এস আর মজুমদার। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর। রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ও প্রজাপতি। রচনা ও পরিচালনা: সোহেল আরমান। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক: আদরের। রচনা ও পরিচালনা মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে: মুশফিক আর ফারহান, তাসনুভা তিশা প্রমুখ। রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: লাভট্র্যাপ। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব। রচনা ও পরিচালনা: মাহমুদুর রহমান হিমু।

দীপ্ত টিভি

সন্ধ্যা ৬টায় প্রচার হবে একক নাটক: দ্য সু বক্স, পরিচালনা: তানিম রহমান অংশু, অভিনয়: অপূর্ব, সেমন্তী সৌমি।। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: বকুলপুর, পরিচালনায়: কায়সার আহমেদ, অভিনয়: আজিজুল হাকিম, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, শ্যামল মাওলা, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলাম, শামীমা তুষ্টি, ফারজানা ছবি, হুমায়রা হিমু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: মাশরাফি জুনিয়র, পরিচালনায়: সাজ্জাদ সুমন, অভিনয়: সাফানা নমনি, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, মিতুল রহমান, শহিদুল আলম সাচ্চু, রোজি সিদ্দিকী প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: ভালোবাসি তোমায়, পরিচালনায়: বি. ইউ. শুভ, অভিনয়: তারিক আনাম খান, অপূর্ব, নীলাঞ্জনা নীলা, নিমা রহমান। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: আমাদের গল্প। রাত সাড়ে ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: গিরগিটি, পরিচালনায়: রায়হান খান, অভিনয়: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: সাইন্সের টিউটর, পরিচালনায়: রাফাত মজুমদার রিংকু, অভিনয়: জোভান, আফরিন মহনা, সাবেরী আলম। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: তোমাকে খুঁজছি, পরিচালনায়: মাহমুদুর রহমান হিমি, অভিনয়: ফারহান, কেয়া পায়েল।

চ্যানেল নাইন

সন্ধ্যা ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: হানিমুন প্যারা, পরিচালনা: আশরাফুল আলম বাবলু, অভিনয়ে: সেলিম রেজা, নিঝুম রাভিনা, চমক তারা, জাহিদ বাবুল প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: গালর্স হোস্টেল, পরিচালনা: শাহরুখ হোসাইন, অভিনয়: রেহনুমা মোস্তফা, মুনা, রিদি, আশিক খান প্রমুখ। রাত ৭টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বক্কর, পরিচালনা: সাগর জাহান, অভিনয়ে: মারজুক রাসেল, নাদিয়া নদী, চাষী ইসলাম, শামীমা নাজনীন, রোমেল প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: রাতের রানী, পরিচালনা: তুহিন হোসেন, অভিনয়ে: ইন্তেখাব দিনার, সামিরা খান মাহি। রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: চাঁদ হাসে আরো আসে, পরিচালনায়: আরিফ খান, অভিনয়ে: সাদিয়া ইসলাম মৌ, গোলাম কিবরিয়া তানভীর, ডলি জহুর, দিলারা জামান, আফসানা মিমি প্রমুখ। ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: নিউ জানি, পরিচালনায়: মাবরুর রশীদ বান্নাহ, অভিনয়ে: আরশ খান, মাহিমা প্রমুখ।

 

শান্ত//

আরো পড়ুন  



সর্বশেষ