ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৯ তলা হোটেল খুলছেন সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ২০ মে ২০২৩   আপডেট: ২২:২১, ২০ মে ২০২৩
১৯ তলা হোটেল খুলছেন সালমান

বলিউডের অনেক তারকাই এখন পর্যন্ত হোটেল-রেস্তোরাঁর ব্যবসায় নাম লিখিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন সালমান খান। 

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‍মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল হোটেল খুলছেন বলিউডের ‘ভাইজান’খ্যাত এই অভিনেতা। 

আরো পড়ুন:

প্রতিবেদনে উঠে এসেছে, সালমান খান ও তার পরিবার বান্দ্রার কার্টার রোডে যে প্লট কিনেছিল, সেখানে ১৯ তলা আবাসিক ভবন নির্মাণের কথা ছিল। কিন্তু পরে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে অভিনেতার পরিবার। আবাসিন ভবনের পরিবর্তে সেখানে হোটেল নির্মাণের জন্য এক বছর আগে মুম্বাই পৌরসভার কাছে নতুন আবেদন পাঠানো হয়। আর হোটেল তৈরির অনুমোদন ইতিমধ্যে দিয়েছে মুম্বাই পৌরসভা। সম্পত্তির মালিকানা সালমানের মা সালমা খানের নামে রয়েছে।

জানা গেছে, ১৯ তলা বিশিষ্ট ভবনের প্রথম দুটো ফ্লোরে বিলাসবহুল রেস্তোরাঁ ও ক্যাফে থাকবে। তৃতীয় ফ্লোরে থাকবে জিম ও সুইমিংপুল। মাঝে চার, পাঁচ ও ছয় নম্বর ফ্লোরে কী থাকবে, তা এখনও নিশ্চিত নয়। আর ৭ তলা থেকে ১৯ তলা পর্যন্ত পুরোটাই হবে পাঁচতারকা হোটেল। 

সালমান খান কিংবা তার পরিবারের কেউই এ প্রসঙ্গে এখনো মুখ খোলেননি।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়