ঢাকা     শনিবার   ০৭ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

বগা-অর্ণবের কণ্ঠে ‘নদীর কূল’, আবেগে ভাসছেন শ্রোতারা (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২৬ মে ২০২৩  
বগা-অর্ণবের কণ্ঠে ‘নদীর কূল’, আবেগে ভাসছেন শ্রোতারা (ভিডিও)

গত বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। তারপর বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে। এবার পল্লীকবি জসীম উদ্‌দীনের লেখা কালজয়ী ‘নদীর কূল নাই কিনার নাই রে’ গান নিয়ে হাজির হলো কোক স্টুডিও।

এ গানের মূল শিল্পী আব্বাসউদ্দীন আহমেদ। বিভিন্ন সময়ে গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন অনেকেই। এবার নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তিনি। যদিও এ গানের প্রধান কণ্ঠ রিপন কুমার সরকারের, যিনি বগা তালেব নামেই বেশি পরিচিত।

বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘নদীর কূল’ গানটি। তারপর থেকে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ১৪ ঘণ্টায় গানটির ভিউ দাঁড়িয়েছে ৫ লাখের বেশি। কমেন্ট বক্সে শোভা পাচ্ছে প্রায় ৪ হাজার মন্তব্য।

আরো পড়ুন:

রাশেদ হাসান লিখেছেন, ‘আহা, বগা তালেবের গলার স্বর যেন নদীর কলকল শব্দ! মানসিক প্রশান্তিতে মনটা ভরে গেল।’ দুলাল চন্দ্র লিখেছেন, ‘কবির অসাধারণ সৃষ্টি, সাথে রিপন (বগা) ভাইয়ের কণ্ঠে যেন পল্লীর মায়া সুরবৃষ্টি হয়ে ঝরে পড়ছে।’

অঙ্গণ সৌমিক লিখেছেন, ‘এক কথায় অসাধারণ। কীর্তনের আগে জালাল ভাইয়ের বাঁশি আর মিথুনদার খোল, উফফ লোমহর্ষক! সেরা। জোছনা রাতে একাকী নদীর ভাঙা পাড়ে বসে শুনলে চরম অনুভূতি পাওয়া যাবে। এভাবেই আবার জেগে উঠুক বাঙালির সংস্কৃতি।’

শিল্পী রিপন কুমার সরকার নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘আব্বাসউদ্দীনের মতো বিখ্যাত শিল্পী এবং জসীম উদ্‌দীনের মতো মহান কবির গান গাইতে পারা আমার জন্য দারুণ সম্মানের। ভাটিয়ালি ও কীর্তনের উপাদান আছে এই গানে, যা একসঙ্গে মিলে দর্শক-শ্রোতাদের জন্য অন্যরকম এক অভিজ্ঞতার সৃষ্টি করে।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়