ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগদানের আগে নাক কেটেছেন পরিণীতির হবু বর!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২৮ মে ২০২৩   আপডেট: ১৮:১৭, ২৮ মে ২০২৩
বাগদানের আগে নাক কেটেছেন পরিণীতির হবু বর!

কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসে বাগদান সারেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার হবু বর রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। বাগদানের আগে পরিণীতির হবু বর রাঘব নাক কেটেছেন (নাকে অস্ত্রোপচার)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ তথ্য রাঘব নিজেই জানান।

এ ভিডিওতে দেখা যায়, পরিণীতি চোপড়ার এক আত্মীয় রাঘবকে জিজ্ঞাসা করেন তোমার কোনো পরিবর্তন হয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে রাঘব বলেন, ‘আমার নাকটা মায়ের মতো ছিল। খুব ছোট। অস্ত্রোপচার করে সেটাকে বাবার মতো করেছি।’

আরো পড়ুন:

পারিবারিক এক আড্ডায় এক আত্মীয়র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাঘব। আর সেই মুহূর্ত ভিডিও করেন ফটোগ্রাফার। আনন্দের সঙ্গে যখন রাঘব এসব কথা বলছিলেন, তখন পাশে ছিলেন পরিণীতি। এ অভিনেত্রী এসব কথা না বলতে আকারে ইঙ্গিতে বারবার বারণ করছিলেন। আর সেই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মার্চ মাসে মুম্বাইয়ের বিলাসবহুল একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘবকে। দুজনে একসঙ্গে ডিনার করতে একটি রেস্তোরাঁয় যান। এসময়ের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোচনায় উঠে আসেন এই জুটি।

ভারতীয় একটি সংবাদ সংস্থার দাবি, দুই জগতের দুই তারকা কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তারা।

পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় এটি। ২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৫০ কোটি রুপি।

তথ্য সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়