ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৬ জুন ২০২৩   আপডেট: ১৬:০৯, ৬ জুন ২০২৩
২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি

তারকা দম্পতি রাজ-পরী বিচ্ছেদের দিকেই হাঁটছেন। রাজের সঙ্গে আর সংসার করতে নারাজ পরীমণি। ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চেয়েছেন এই নায়িকা। 

সোমবার রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে ডিভোর্সের কথা বলেন পরীমণি। তিনি বলেন, এখন ‘রাজ্যের মা’ পরিচয়টি আমার কাছে কমফোর্টেবল এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোনো ফেকনেস ও মিথ্যা নেই। 

আরো পড়ুন:

রাজের কথা স্মরণ করিয়ে দিয়ে পরী বলেন, আপনাদের সঙ্গে তার কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল! আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম। একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না।

এদিকে দাম্পত্য কলহ নিয়ে সমঝোতায় বসতে নারাজ পরী। তিনি বলেন, আমি আর বসতে চাই না। যদি হতোই তাহলে অনেক আগেই হতো।

এর আগে ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। এতে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। ওই ভিডিও কে পোস্ট করেছেন জানা যায়নি। তবে ওই ভিডিওর সূত্র ধরেই রাজ-পরীর সংসারে আলাদা থাকার খবর প্রকাশ্যে আসে। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়