ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফাঁস হওয়া ভিডিওতে ‘আপত্তিকর ভাষা’ নিয়ে সুনেরাহর দুঃখপ্রকাশ

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৬ জুন ২০২৩  
ফাঁস হওয়া ভিডিওতে ‘আপত্তিকর ভাষা’ নিয়ে সুনেরাহর দুঃখপ্রকাশ

‘আমি একটু চঞ্চল ও টম বয় টাইপের ছিলাম। বন্ধুদের সঙ্গে তাই সেভাবেই কথা বলতাম। সে রকম ভাষা ব্যবহার করতাম, যা হয়েছে এজন্য আমি সরি। তখন আমি কম বয়সী ছিলাম। আমার ভেতরে তেমন কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।’

এভাবেই বলছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি তার আপত্তিকর ভিডিও ও ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে কথাগুলো বলছিলেন সুনেরাহ। 

আরো পড়ুন:

শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ পায়। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন রাজ-সুনেরাহসহ অন্যান্যরা। ফাঁস হওয়া ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত প্রমাণ ছাড়া কারও কথা বলা উচিত নয়। সবাই জানে, আমি আমার পরিবারের সঙ্গে থাকি। যদি লোকেশন ট্র্যাক করে তাহলে আপনারা জানতে পারবেন-আমি একা থাকি না।’

ভিডিও প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘ভিডিওটি আমি করিনি এবং জনসম্মুখে আনার জন্যও এটা করা হয়নি। ভিডিও ফাঁস হওয়া নিয়েও আমি কিছুই করিনি। এটা অনেক আগের একটা বিষয়, যেটা এখন প্রকাশ পেয়েছে।’

গত ২৯ মে রাতে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তেই সে ভিডিও ভাইরাল হয়ে যায়। বিষয়টি ভালোভাবে নেননি রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণি।

রাহাত//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়