ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

পরীমণিকে নিয়ে অপুর মন্তব্য

প্রকাশিত: ১৫:৩৪, ৮ জুন ২০২৩   আপডেট: ১৫:৩৬, ৮ জুন ২০২৩
পরীমণিকে নিয়ে অপুর মন্তব্য

দীর্ঘদিন ধরে শরীফুল রাজ ও পরীমণির দাম্পত্য জীবনের টানাপড়েন চলছে। বিয়ে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন নায়িকার সঙ্গে রাজের ভিডিও ও স্থিরচিত্র প্রকাশ্যে আসে। এ নিয়ে দ্বন্দ্বে জড়ান পরী-সুনেরাহ-রাজ। শুরু হয় রাজ-পরীর বাকযুদ্ধ। এবার পরীমণির পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এক প্রশ্নের জবাবে পরীমণিকে ভুল না বোঝার আহ্বান জানান অপু বিশ্বাস। এ অভিনেত্রী বলেন, ‘পরীমণিকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

অপুর কথায়, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

আরো পড়ুন:

পরীমণিকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বলেন অপু। এ অভিনেত্রী বলেন, ‘পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরো ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরো ১০ জন শিখতে পারে।’

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়